পাহাড় সমান ঋণ মুক্তির দোয়া।

ঋণ মুক্তির দোয়া ও আমল


     যে দোয়া নিয়মিত করলে দারিদ্রতা ও ঋণ দূর হয়ে যাবে।


    ইনশাআল্লাহ!!


    পাহাড় সমান ঋণ থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ দোয়া ও আমল
    পাহাড় সমান ঋণ থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ দোয়া ও আমল!







    ঋণ/অভাব থেকে মুক্ত



     ঋণ মুক্তির জন্য দোয়া:

     আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়ায়াগ্নিনী বি ফাদলিকা আম্মান সিওয়াকা।

     আবু ত্বহা মুহাম্মদ আদনান

     

     1// ঋণ থেকে মুক্তির প্রার্থনা-

     اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ ، كَاشِفَ الْغَمِّ ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرِحِيمَهُمَا ، أَنْتَ رَحْمَانِي فَارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ

     উচ্চারণ আল্লাহুম্মা ফা-রিজাল হাম, ওয়া কা- শিফাল গাম্ম, ওয়ামুজিবাদা ওয়াতিল মুজতারীন, রাহমা- নাদুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা, আন্তা তরহামুনি ফারহামানি বিরহমাতিন তুগনিনী বিহা আন রাহমাতি মান ছিওয়াক।



     অনুবাদ হে আল্লাহ, তুমি কষ্ট দূরকারী, সকল দুশ্চিন্তা দূরকারী, যে অসহায় মানুষের ডাকে সাড়া দেয়, যারা কষ্ট থেকে দেয়ালে পিঠ ঠেকে আছে, তুমিই দুনিয়া ও আখিরাতে করুণাময়। , তুমি উভয় জগতে দয়াময়, তুমি আমার প্রতি করুণাময়। . সুতরাং আমার প্রতি এমন একটি অনুগ্রহ করুন যা আমাকে আপনি ছাড়া অন্য কারো অনুগ্রহ থেকে সম্পূর্ণরূপে অনাক্রম্য করে তুলবে। (তাবরানী কর্তৃক কিতাব দুআ, হাদীস নং 1041, মুসতাদরেক হাকিম, হাদীস নং 1898)







      শায়খ আহমাদুল্লাহ 

     2. আল্লাহুম্মা আকফিনিবিহালালিকাআন হারামিকা আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা



    LikeYourComment