যুবক যুবতীর বয়স কালের ইবাদতের গুরুত্ব ও তাঁর পুরস্কার The Importance of Youth Worship and Its Rewards

যুবক-যুবতী ভাই ও বোনেরা মনে রাখবেন, একমাত্র ইসলাম এর শরীয়ত মোতাবেক চললেই দুনিয়া ও আখিরাতে সব জায়গায় শান্তি আর শান্তি পাবেন৷ সবাই ৫ ওয়াক্ত নামায


    যৌবন কালের ইবাদতের গুরুত্ব।















    রাসূল (সাঃ) বলেন- যে যুবক-যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে মশগুল লিপ্ত থাকবে, আল্লাহ তা'য়ালা তাকে আরশে পাকের ছায়া তলে আশ্রয় দান করবেন। [সহীহ বুখারী-৬৮০৬]



    রাসূল (সাঃ) বলেন- কোন মুসলমান বান্দার দৃষ্টি যখন কোনো নারীর সৌন্দর্যের প্রতি প্রথমবার পড়ে যায়,অতঃপর সে তার দৃষ্টি সরিয়ে নেয় অবশ্যই (তার দিকে তাকায় না), যার কারণে আল্লাহ তা'য়ালা তাকে এমন ইবাদত করার তাওফিক দান করবেন, যার মিষ্টতা এবং স্বাদ সে অবশ্যই অনুভব করব। [মুসনাদে আহমাদ- ২২৪৭৯]




    রাসূল (সাঃ) বলেন- যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম৷ [সহীহ বুখারী-৬৪৭৪]



    রাসূল (সাঃ) বলেছেন, 'সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর (আরশের) ছায়ায় আশ্রয় দেবেন। দ্বিতীয় শ্রেণির মানুষ সে যুবক-যুবতি, যে তার রবের ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে।’



    [বুখারী, মুসলিম, মিশকাত হা/৭০১, বাংলা মেশকাত হা/৬৪৯]




    যৌবনের শক্তি ও উদ্দমতা দিয়ে বেশী বেশী ইবাদাত করো। হাদীস শরীফে এসেছে, বুদ্ধিমান তো সেই যে নিজেকে উপলব্ধি করতে পারে ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। [তিরমিযী শরীফ, হা.নং ২৪৫৯]



    যুবক-যুবতী ভাই ও বোনেরা মনে রাখবেন, একমাত্র ইসলাম এর শরীয়ত মোতাবেক চললেই দুনিয়া ও আখিরাতে সব জায়গায় শান্তি আর শান্তি পাবেন৷ সবাই ৫ ওয়াক্ত নামায সঠিক সময়ে, শুদ্ধ ভাবে এবং মনযোগ সহকারে আদায় করার চেষ্টা করি৷ কারণ নামায যত বেশি সুন্দর হবে আপনার এবং আল্লাহর সম্পর্কও ততো বেশি সুন্দর হবে।এবং অন্যকে নামাজের দাওয়াত দিন,অসৎ কাজে যেভাবেই পারেন বাধা দিন। আর বোনদের বলবো নামাযের সাথে ইসলামিক নিয়মে পর্দা করবেন। লোক দেখানোয় ফ্যাশন মার্কা হিজাব থেকে বিরত থাকুন।



    মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। (আমিন)


    LikeYourComment