ইবাদাত, মাযহাব ও ফিকাহ বলতে কি বুঝায় জানুন।

চার ইমামের নামানুসারে তাহাদের অনুসারীগণকে চারটি মাজহাবে বিভক্ত করা হয়েছে।


    ইবাদাত, মাযহাব ও ফিকাহ  বলতে কি বুঝায় জানুন।





    কোরআন ও হাদীসের আদেশ ও নিষেধের মাধ্যমে শরীয়াতের যে সমস্ত বিধি-বিধান নির্দিষ্ট হয়েছে, তা পালন করাকেই ইবাদাত বলা হয় এবং পালনকারীকে আবেদ বলা হয়। কোরআন ও হাদীসের মূল সূত্রগুলির ব্যাখ্যার মাধ্যমে যে সমস্ত মাসলা মাসায়েলের সৃষ্টি হয়েছে, তাহাকে ফেকাহ্ শাস্ত্ৰ বলা হয়।

    এই ফেকাহ শাস্ত্র চারজন ইমামের মাধ্যমে উন্নতি লাভ হয়েছিল। ইসলামী শরীয়াতের বিধি-বিধান পালন করার পন্থা নিয়ে ওলামাগণের ভিতরে মতভেদ সৃষ্টি হওয়ায়, সমস্ত ওলামাগণ একমত হয়েছেন 


    যে, আমরা এই চারজন ইমামের মতাদর্শানুযায়ী আমল করিব। ওলামা ও মোজতাহেদগণের ঐক্যমতকে এজমায়ে উম্মাৎ বলা হয়, আর এদের একজনের মান্য করা ফরজ। 



    অতএব উক্ত চার ইমামের নামানুসারে তাহাদের অনুসারীগণকে চারটি মাজহাবে বিভক্ত করা হয়েছে।



     (১) হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা আবু হানিফা (রহঃ) এর অনুসারীগণকে হানাফী, (২) হযরত ইমাম শাফেয়ী (রহঃ)-এর নামানুসারে শাফেরী, (৩) হযরত ইমাম মালেক (রহঃ) এর নামানুসারে মালেকী এবং (৪) হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এর নামানুসারে হাম্বলী মাযহাবের সৃষ্টি হয়েছে। 



    পৃথিবীর বেশীরভাগ মুসলমান হযরত ইমাম আবু হানিফা (রহঃ)-এর অনুস্মরণ করিয়া থাকে। যদিও একজনকে মান্য করা ফরজ কিন্তু অন্য তিন জনকেও সত্য মনে করিতে হবে।



    LikeYourComment